ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের ব্রিজটাউন শহরের স্টেডিয়াম কেনসিংটন ওভাল। ২০০৭ সালের ওয়ানডে ফরম্যাটের পর এবারের টি-টোয়েন্টি; ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বিশ্বকাপ হওয়া মানেই ফাইনালের ভেন্যু এই স্টেডিয়াম। ১০ বছর পর ভারত নাকি প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় যাবে এবারের ট্রফি তার মীমাংসা করতে প্রস্তুত এখানকার সবকিছু। বাগড়া দিতে আসমানজুড়ে অপেক্ষারত কালো গুমট মেঘমালা।
এসবের মধ্যেই টস জয় পেয়েছেন ভারত এবং রোহিত সিদ্ধান্ত নিয়েছে তার দল করবে আগে ব্যাটিং। অর্থাৎ চার-ছক্কার বিশ্বকাপ ফাইনালে কাগিসো রাবাদাদের বোলিংয়ের সামনে উইলোবাজি দেখাবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বদল আনেনি কোনো দল। সেমিফাইনাল জেতা একাদশ নিয়েই মাঠে নামছে দুদল।
এবারের নামিবিয়া-ওমান ম্যাচ দিয়ে বিশ্বকাপ আয়োজন শুরু বাবার্ডোজের। সেই ম্যাচে দুদল করেছিল সমান ১০৯-১০৯। টাই হওয়া ম্যাচটি সুপার ওভারে জিতেছিল নামিবিয়া। পরের ম্যাচে ১৫৬ রান তাড়া করে নামিবিয়াকে হারায় স্কটল্যান্ড ৯ বল হাতে রেখেই। পরের ম্যাচে অস্ট্রেলিয়া ২০১ রান করে ৩৬ রানে হারায় ইংল্যান্ডকে। সুপার এইটে ভারত এখানে ১৮১ রান করে আফগানিস্তানকে হারায় ৪৭ রানে। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১২৮ রানে মুড়ে দিয়ে উইন্ডিজ ৯ ওভার হাতে রেখে ৯ উইকেটে ম্যাচ জেতে। সবশেষ ম্যাচে উইন্ডিজকে ১৩৫ রানে থামিয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জেতে ২৩ বল আগেই।
আবহাওয়া পূর্বাভাসে রয়েছে বৃষ্টির জোর সম্ভাবনা। এ কারণে আজকের খেলা সম্পূর্ণ না হলে তেমন সমস্যা নেই। ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা আছে। আজ খেলার ফল না এলে তা সম্পূর্ণ করা যাবে আগামীকাল। রবিবার মাঠের খেলায় ফল না এলে সে ক্ষেত্রে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হবে দুই দল।
Leave a Reply