ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় ও তার সঙ্গী এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
গত শুক্রবার(২৮ জুন,২০২৪) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গংগাহাট ক্যাম্পের বিদ্যাবাগিস সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৮ এর সাব পিলার-৮ এর পাশ থেকে উপজেলার গংগারহাট বিজিবি ক্যাম্পের টহল দল তাদের আটক করে। আটক ভারতীয় নাগরিক হলেন ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার থরাইখানা গ্ৰামের জব্বার আলীর ছেলে বাবুল মিয়া ও বাংলাদেশি নাগরিক উপজেলার বিদ্যাবাগিস গ্ৰামের ক্যাটকেটু মিয়ার ছেলে আনোয়ার হোসেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে আটক ওই দুইজনকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনা সম্পর্কে জানান, আটক ভারতীয় ও বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply