1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :

রাজারহাটে নিহত শিশু আরদিয়ানের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

এনামুল হক,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজারহাটে সন্তান হারানো শোকাহত অসহায় একটি পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি শেখ হাসিনা বার্ন প্লাস্টিক ইউনিটে বাবা মাুসদ রানা মা আখি বেগমকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছে ছোট্ট আদরের আরদিয়ান বাবু(১৮মাস)।সন্তান হারা শোকাহত পিতা মাতাকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৫০কেজি চাল,৫কেজি আটা,৩কেজি মসুর ডাল,১কেজি গোশত,৩কেজি পিঁয়াজ, ২কেজি রসুনসহ অন্যান্য ব্যবহার সামগ্রীসহ ৩টি ছাগল দেয়া হয়েছে।

এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি সুত্রে জানা গেছে, গত ৪ মে-উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কানিপাড়ার বাসিন্দা মাসুদ রানার আটর মাসের সন্তান খেলতে গিয়ে সবার অজান্তে মাঠিতে রাখা গরম সিদ্ধ ধানে চলে যায়। গরম সিদ্ধ ধানের গরমে শিশু আদরিয়ান বাবু(১৮মাস) গুরুতর আহত হয়।আহত শিশু আরদিয়ান বাবুকে প্রাণে বাঁচাতে আখি মাসুদ দম্পতির রাজধানীর শেখ হাসিনা বার্ন প্লাস্টিক ইউনিটে ভর্তি করালে গত ১১ মে চিকিৎসারত অবস্থায় জীবনের শেষ নি:শ্বাস ত্যাগ করে আরদিয়ান বাবু।

গত ২৪জুন সোমবার নগদ অর্থ ও ত্রাণসামগ্রী হস্তান্তর করেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সদস্য মোঃ শিহাব মাহমুদ রনি শিশু আরদিয়ান বাবুর বাবা-মায়ের হাতে হস্তান্তর করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!