1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
উলিপুরে বিএনপি প্রার্থী তাসভীর উল ইসলামের শোডাউন নির্বাচিত হয়ে উলিপুরের হতদরিদ্র মানুষের সেবায় নিজেকে উজার করে দিতে চান তিনি কুড়িগ্রাম-৩ আসনের বিএনপি প্রার্থী তাসভীরুল: ব্যক্তিগত চাওয়া নয়, জনগণের সেবা চাই রৌমারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, ফার্মেসি মালিককে জরিমানা ও কারাদণ্ড কুড়িগ্রামে চলন্ত বাসের চাকা খুলে ৩০০ মিটার গড়াল, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা এনসিপির আনন্দ মিছিল ও আওয়ামী নাশকতা বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত যাদুরচরে বিএনপি ও সহযোগী সংগঠনের দিকনির্দেশনামূলক আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠান চর শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাময়িকভাবে বরখাস্ত ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ভুরুঙ্গামারীতে মাদক কারবারি সন্দেহে ৫ নারী ও পুরুষ আটক

বছরে বাংলাদেশ থেকে ২ হাজার দক্ষ কর্মী নেবে আরব আমিরাত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: প্রতিবছর বাংলাদেশ থেকে ২ হাজার ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাত। চলতি বছর বাংলাদেশ থেকে ১ হাজার ৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেওয়া হবে। এর মধ্যে ১ হাজার মোটরসাইকেল এবং ৩০০ ট্যাক্সি চালক রয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাইফাসের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, এ বছর ১ হাজার ৩০০ নেবে। এর মধ্যে এক হাজার মোটরসাইকেল চালক রয়েছে, প্রতি মাসে ২০০ করে এ পাঁচ মাসে নেবে। আর ৩০০ ট্যাক্সি চালক যাবে। কমপক্ষে প্রতি বছর ২ হাজার করে মোটরসাইকেল ও ট্যাক্সি চালক যাবে। এ সংখ্যাটা আরও বাড়বে।

আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি জানান, আমি এখানে দুবাইয়ের ট্যাক্সি কোম্পানিকে নিয়ে এসেছি। দুবাইয়ে বাংলাদেশি ট্যাক্সি চালকের চাহিদা রয়েছে। সম্প্রতি এ দুই সেক্টরে বাংলাদেশ থেকে ৫০০ লোকের কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন প্রায় শখানেক লোক নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে।

রাষ্ট্রদূত বলেন, এ বছর প্রায় ১ হাজার ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নিয়োগ করা হবে। এ সংখ্যাটা সামনে বাড়বে। পরবর্তী বছরগুলোতে এ সংখ্যা ২ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। গত বছর দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে ২ হাজার ১০০ কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আমরা অন্য সেক্টরে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছি, নিরাপত্তা কর্মী, আতিথেয়তার জন্য কর্মী নিচ্ছি।

ট্যাক্সি ও মোটরসাইকেল চালকদের বেতন জানতে চাইলে আল হামুদি বলেন, এই কর্মীরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন। বাজারের চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করবে কতদিন এ দুই খাতে কর্মী যাবে।

বৈঠকে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাইফাসহ একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!