কুড়িগ্রামের ফুলবাড়িতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আইদুল ইসলাম (৬২) নিহত হয়েছেন। তিনি উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের বাবা ।
আজ ২৫ জুন(মঙ্গলবার) রাত সাড়ে ৮টায় ফুলবাড়ী নাগেশ্বরী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদে এশার নামাজ শেষে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল সামনদিকে আঘাত করে। এতে তিনি মাথা,বুকে আঘাত পেয়ে গুরুত্বর আহত হন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।
বুঝলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: হুমায়রা বেগম বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
Leave a Reply