রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন এর মধ্য চরসাজাই গ্রামটি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এমতাবস্থায় নদী ভাঙ্গণরোধে এলাকাবাসী উদ্যেগ গ্রহণ করে এলাকার যুবকদের সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে গিয়ে বাঁশ সংগ্রহ করে। সেই সংগ্রহকৃত বাঁশ ব্যবহার করে নদীতে পাইলিং করা হয় এবং বস্তাতে বালি ভরাট করে ফেলা হচ্ছে। এলাকার মানুষ তাদের থাকার জায়গাটুকু নিয়ে বাঁচতে চায়। এলাকাবাসীদের সরকারের কাছে দাবি যাতে করে নদী ভাঙ্গণরোধে দ্রুত কাজ করেন।
এই বিষয়ে আলহাজ্ব আ: বাতেন মাষ্টার বলেন, এলাকাটি ঘুরে গেছেন কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য, বিপ্লব হাসান পলাশ।তিনি জিও ব্যাগ দিতে চেয়েছেন।দ্রুত দিলে আমাদের এলাকাটি নিরাপদ হত।
Leave a Reply