অনলাইন ডেস্ক: ইউরোপের বেশিরভাগ দেশ এখন ইন্টারকানেক্টেড। তাই কানেক্টিভিটি মানেই স্বাধীনতা চলে গেলো, এমন নয়।
আমাদের যেটা দেখতে হবে সেটা হলো ন্যায্যতা। আপনি আমার থেকে যে সুবিধা নিবেন সে সুবিধার মাসুল আমাকে পরিশোধ করবেন। আমি সুবিধা চাইলে মাসুলের বিনিময়ে আমাকেও সে সুবিধা দিবেন।
আমাদের ন্যায্য এবং যৌক্তিক বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। বায়বীয় কথা বলে দাবির ওজন কমিয়ে লাভ নেই। আধুনিক যুগে দেশ বিক্রির সুযোগ নেই।
ভারতের সৈন্য মালদ্বীপ পাহারা দিতো দুই দেশের বোঝাপড়ার ভিত্তিতে। মালদ্বীপে ইন্ডিয়ান আর্মি ছিলো ৭৭ হাজার। মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি মইজ্জু এসে ভারতের সৈন্যদের নিয়ে যেতে বলে। ভারত মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার শুরু করে। ভারত যদি জোর করতো তাহলে দুর্বল মালদ্বীপের তেমন কিছু করার ছিলোনা। কিন্তু তারা পরম্পরায় বিশ্বাস রাখলো।
আধুনিক পৃথিবীতে অন্যের দেশ দখল করা যে লাভের থেকে লসের বেশি এটা পু-তি-ন আর নে-তা-নি-য়া-হু ছাড়া সবাই মনে লয়। জোর করে কোন দেশ দখলে রাখা যাবেনা। সম্পর্ক রাখা যাবে আইন দিয়ে আর ভালোবাসা দিয়ে।
মনফ বিদ্যুৎ সরকার
লেখক ও সমাজ সেবক
Leave a Reply