অনলাইন ডেস্ক: প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে চলছে গণতন্ত্রকামী যুদ্ধাদের সঙ্গে সামরিক সরকারের তুমুল যুদ্ধ। অত্যাধুনিক গোলাবারুদের শব্দে কক্সবাজার ও বান্দরবান জেলার উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, তুমব্রু, চাকটালা, হাতিমারা ইত্যাদি এলাকার লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছে। সীমান্তের কাছে বসবাসকারী লোকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশেষ করে সেন্টমার্টিনের বাসিন্দারা বিপদে রয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, মিয়ানমারের জ্যান্তাবিরোধী গেরিলা যোদ্ধারা বিরতিহীন প্রায় ২ মাস যুদ্ধ করে দক্ষিণের ঢেকিবনিয়া হয়ে বর্তমানে সেন্টমার্টিনের লাগাওয়া আরকান প্রদেশের রাজধানী মন্ডু টাউন শিপ ও তিন মাইল নামক স্থানে যুদ্ধ চলছে। এতে প্রতিদিন উভয় পক্ষই নিত্যনতুন অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে। এসব অস্ত্রের বিকট শব্দে দ্বীপের বাসিন্দাদের ঘুম হারাম হয়ে পড়েছে। টেকনাফের সঙ্গে কক্সবাজারের যোগাযোগ বন্ধ। নাফ নদীতে টহল দিচ্ছে মিয়ানমারের সরকার বাহিনীর যুদ্ধজাহাজ। এই বাহিনীকে মিয়ানমারের বামার জাতি-প্রাধান্যের বাহিনীও বলা হয়ে থাকে। এর পাশাপাশি বাংলাদেশের জলসীমায় টহল দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর ও কোস্টগার্ডের জাহাজ। সীমান্তের জিরো পয়েন্টে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
Leave a Reply