আমিনুল ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারী বৃষ্টি পাতে সড়ক ভেঙ্গে জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ভুরুঙ্গামারী সদর ইউনিয়ন থেকে ধলডাঙ্গাগামী রাস্তার দেবীবাড়ি নামক স্থানে রাস্তা ভেঙ্গে যাওয়ায় শিলখুড়ি ইউনিয়নের প্রায় ২০ হাজার বাসিন্দা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জানাগেছে, কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে ওই স্থানে পাকা রাস্তার প্রায় সম্পূর্ণ অংশ ভেঙ্গে পাশ্ববর্তী ডোবায় পড়ে যায়। এরফলে অটো রিকসা, গাড়ীসহ সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
উপজেলার শিলখুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, রাস্তা ভেঙ্গে যাওয়ায় লোকজন সাইকেল ও মোটর সাইকেল ছাড়া কিছুই ব্যবহার করতে পারছেনা। এ রাস্তাটি শিলিগুড়ি ইউনিয়নের সাথে উপজেলা সদরের যোগাযোগের একমাত্র রাস্তা। ভেঙ্গে পড়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা ইউনিয়নের বাসিন্দরা। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী হারুন অর রশীদ জানান, রাস্তাটি মোরামত করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। বৃহস্পতিবার (আজ) পর্যন্ত ঠিকাদার রাস্তার মোরামত করেনি এমন প্রশ্নের জাবাবে উপজেলা প্রকৌশলী জানান, খোজ নিয়ে বিষয়টি আমি দেখছি।
Leave a Reply