নিজস্ব প্রতিবেদক, রাজিবপুর(কুড়িগ্রাম):
আমাদের রাজিবপুর, আমাদের দায়িত্ব এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে পুসার। পুসার এর মূল লক্ষ্য স্মার্ট রাজিবপুর গড়া ও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সামনের পথ দেখানো।
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজিবপুরের আয়োজনে( পুসার) কর্তৃক আয়োজিত নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুন (মঙ্গলবার) রাজিবপুর অফিসার্স ক্লাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম। পুসারের সভাপতি মতিউর রহমান মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়ামিন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা হয়।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, শিমুল আহমেদ, গোলাম কিবরিয়া, জাহিদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সিফাত ভূঁইয়া এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুসারের প্রতিষ্ঠাকালীন সভাপতি সিফাত ভূঁইয়া। তিনি বলেন, আমাদের সৎ মানুষ হয়ে ভবিষ্যতে ভালো জায়গায় গিয়ে রাজিবপুরের দিকে নজর রাখতে হবে। আমাদের সবচেয়ে লক্ষ্য হলো নদী শাসন করা। এতে করে আমাদের সকলের শত শত বিঘা জমি উদ্ধার হবে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জনাব শফিউল আলম বলেন, আমাদের সবাইকে সৎ ও যোগ্য মানুষ হতে হবে। আমাদের কে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে স্মার্ট রাজিবপুর গড়তে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, মেধাবী শিক্ষার্থীদের যদি কেউ যদি টাকার অভাবে লেখা পড়া করতে অসুবিধা হয়, তাহলে আমাকে জানাবেন। আমি সেই সকল শিক্ষার্থীদের মেধাবৃত্তির ব্যবস্থা করে দিব।
Leave a Reply