ঈদ-উল আজহা উপলক্ষে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগন্জ ইউনিয়নের বড়বেড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৭ জুন(সোমবার)ঈদের দিন বিকাল ৪:০০ ঘটিকার সময় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন শক্তিশালী বন্ধু মহল SSC ব্যাচ২০১১ বনাম শক্তিধর SSC ব্যাচ ২০১২/২০১৩
উক্ত খেলায় SSC ব্যাচ ২০১১ (০১-০২) গোলে জয়লাভ করেন
খেলায় অংশগ্রহণকারী প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য একটি করে গাছ পুরস্কার ছিল
উক্ত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জননেতা জনাব মোঃ হারুন আর রশিদ (রাজু) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, পাঠাধোয়া পাড়া
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মাসুদ, ইউপি সদস্য ৬নং ওয়ার্ড মোহনগঞ্জ
খেলাটি আয়োজন করেন,সুপার কিংস স্পোটিং ক্লাব পাঠাধোয়াপাড়া এবং জোয়ানীপাড়া নব উদীয়মান স্পোর্টিং ক্লাব মোহনগঞ্জ।
Leave a Reply