গত ৬ জুন রাজধানীর যাত্রাবাড়িতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ফর স্পিকারস অব আদার ল্যাংগুয়েজেস (ইসোল) ডিপার্টমেন্টের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. ফয়জুল আলম ফয়েজ।
১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ রবিবার (১৬ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ফয়েজের বড় ভাই ফিরোজ জানান, মরহুমের জানাজা আজ বাদ যোহর রাজধানীর মাতুয়াইল মুসলিন নগর ২ নং রোডের দোতলা মসজিদের পাশে অনুষ্ঠিত হবে। এরপর নোয়াখালীতে তার গ্রামের বাড়িতে দাফনকার্য সম্পন্ন করা হবে।
Leave a Reply