নিজের ও দলের জন্য সাকিবের রানে ফেরাটা দরকার ছিল: মিসবাহ
নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলেই নিশ্চিত হয়ে যাবে পরের পর্ব।
এমনকি হারলেও সুযোগ থাকবে টাইগারদের।
গতকাল নেদারল্যা বিপক্ষে ১৬০ রানের লক্ষ্য দিয়ে ২৫ রানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
ম্যাচে দারুণ ফিফটি হাঁকিয়ে দলকে লড়াই করার মতো শক্তি এনে দেন সাকিব আল হাসান। পরে বল হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
দুজনেই প্রশংসায় ভাসছেন। রান আটকে রেখে প্রশংসিত হচ্ছেন মোস্তাফিজুর রহমানও।
তাদের খেলায় মুগ্ধ পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার মিসবাহ উল হক এবং শোয়েব মালিক।
পাকিস্তানভিত্তিক ‘হাম স্পোর্টস’–এর অনুষ্ঠান ‘দ্য ফ্লিক’–এ উপস্থিত হয়ে সাকিবকে নিয়ে মিসবাহ বলেন, ‘ সাকিব সম্ভবত ১৭ বছর ধরে খেলছে। বিশ্বকাপের ইতিহাসেই দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে। আত্মবিশ্বাস ফিরে পেতে এটা (রান পাওয়া) দরকার ছিল। দলের জন্যও তার ফর্মে ফেরা জরুরি ছিল। তার ইনিংসটি খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে উইকেট পড়ে যাওয়ার ধাক্কা কাটিয়ে উঠে বাংলাদেশকে ভালো সংগ্রহ গড়তে ভূমিকা রেখেছে।
‘বাংলাদেশের বোলারদের মধ্যে আজ সবচেয়ে কৃপণ ছিলেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। ইকোনোমি রেট মাত্র ৩। তার বলে নিয়ন্ত্রণ কত বেশি ছিল, তা বোঝা যায় বাকিদের ইকোনোমি রেট দেখলে। বাকিরা কেউ ওভারপিছু ৭ রানের কম দেননি। আর উইকেট শিকারের দিক থেকে রিশাদ ছিলেন বাকিদের চেয়ে বেশি কার্যকর। ৪ ওভারে ৩৩ রান দিলেও ৩ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার রিশাদ।
Leave a Reply