১ম বাংলাদেশী হিসাবে সাকিব আল হাসান ২৫০০ রানের মাইলফলক।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ২ হাজার ৫০০ রানের মাইলফলকে পৌঁছেছেন সাকিব। তার নিকটতম স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই মুহূর্তে তার নামের পাশে ২ হাজার ৩৪৮ রান। ১২৫ ম্যাচের ১২২ ইনিংসে সাকিব ব্যাট করেছেন ১২০’র বেশি স্ট্রাইকরেটে, মাহমুদউল্লাহর ক্ষেত্রে সংখ্যাটা ১১৮’র ঘরে।
পরের ওভারেই ফিফটি পূর্ণ করেছেন সাকিব। তার ৩৮ বলের এ ফিফটি এলো ২০ মাস পর। ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ অর্ধশত রানের দেখা পেয়েছিলেন তিনি। দেশের হয়ে টি-টোয়েন্টিতে এটা তার ১৩তম ফিফটি, তিন ফরম্যাট মিলিয়ে ১০০তম।নামের পাশে ২ হাজার ৪৫১ রান নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নেমেছিলেন সাকিব।
টিম প্রিঞ্জলের করা বলটা লেগ সাইডে ঠেলে দিয়ে দৌড়ে ১ রান নিলেন সাকিব। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ২ হাজার ৫০০ রান পূর্ণ হলো।
তখন ২ উইকেট হারিয়ে বাংলাদেশ বিপদে। তানজিদ তামিমকে সঙ্গী করে দলকে বিপদ থেকে উদ্ধার করেন তিনি। তানজিদ ফিরে যান ২৬ বলে ৩৫ রান করে। এরপর তাওহীদ হৃদয় ৯ রান করে আউট হলে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়েন বাংলাদেশ অলরাউন্ডার। তানজিদের সঙ্গে ৪৮ রানের জুটির পর রিয়াদের সঙ্গে সাকিবের হয় ৪১ রানের জুটি। বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ৫উইকেট হারিয়ে ১৫৯ রান।
নেদারল্যান্ডসের বর্তমান সংগ্রহ ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৯। জয়ের জন্য ৩৬ বল থেকে ৬১ রানের প্রয়োজন।
Leave a Reply