রাজারহাটে ভিজিএফের খাওয়ার অনুপযোগী চাল বিতরণ।
রাজারহাটে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে তালিকাভুক্ত দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার অনুপযোগী দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ উঠেছে।এ উপজেলায় টিসিবি,ওএমএস ও ভিজিএফসহ বিভিন্ন সরকারি বিতরণে পঁচা দুর্গন্ধযুক্ত চাল বিতরণ থামছেই না।সরকারিভাবে উপজেলা খাদ্য গুদামে প্রতিবছরে ধানচাল ক্রয় করা হলেও ডিলাদের দাবি পঁচা দুর্গন্ধযুক্ত চাল আসে কোত্থেকে। গত সপ্তাহে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার অপসারণ ও প্রকৃত কৃষকের কাছে সরকারিভাবে ধান ক্রয়ের জন্য মানববন্ধন করেন কৃষকরা।
রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে বিতরণকৃত নিম্মানের চাল পেয়ে অসন্তোষ প্রকাশ করেন দুস্থ অসহায়রা। ইউনিয়নের চতুরা মৌজার আমেনা বেওয়া বলেন,৫জন মিলে এক বস্তা করে চাল উত্তোলন করা হয়।ইউনিয়ন পরিষদ থেকে বস্তা নিয়ে এসে ৫জন ভাগ করার সময়ে দেখি লালচে রংয়ের পঁচা দুর্গন্ধযুক্ত খাওয়ার অনুপযোগী চাল।
উপজেলার চাকিরপশার ইউনিয়নে লাল,পঁচা ও নিম্মামানের চাল বিতরণ করা হয়।ইউপির চাকিরপশার তালুক দাসপাড়া গ্রামের মহেন্দ্র নাথের বাড়িতে গেলে তার স্ত্রী ময়না রানী খাবার অনুপযোগী চাল দেখিয়ে বলেন,“কেমন করি এগল্যা চাউল খামা,ভাত পাক করল ট্যাঙ্গা নাগবে।একই গ্রামের কুমোদিনী,মাধবি রানী সহ কয়েকজন খাবার অনুপযোগি চাল দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন। চাকিরপশার তালুক হাজীপাড়া গ্রামের মোমেনা বেগম,আর্জিনা বেগমসহ অনেকেই ভিজিএফর পঁচা ও নিম্মা মানের খাবার অনুপযোগী চাল পাওয়ার অভিযোগ তুলেন। ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়ন পরিষদ বিতরনের সময় ৫জনে ৫০ কেজি চালের বস্তা উত্তোলন করে বস্তা খুলতেই দুর্গন্ধ ভেসে আসে।চালে পোকাসহ ছাতা ধরা চালের অভিযোগ তুলেন ভুক্তভোগী গিরিবালা,জেলেখা,আয়শা,শেফালী। ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নর ইউপি সদস্য সাদকুল ইসলাম বলেন,আমাদেরকে না বলে খাদ্য গুদামে কিভাবে নিম্মামানের খাবার অনুপযোগী প্রবেশ করে সেদিকে সংশ্লিষ্ট কৃর্তপক্ষের অভিযান পরিচালনা করা উচিৎ।চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন,খাদ্য গুদাম থেকে সব চালের বস্তা দেখে নেয়া সম্ভব হয় না,তাই মিশালের মধ্যে খারাপ চাল আসছে। একই কথা বলেন,ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক। এই বিষয়ে অভিযোগ করলে অস্বীকার করে রাজারহাট খাদ্য গুদাম কর্মকর্তা শরিফ আহমেদ। তিনি বলেন,এগুলা চাল আমার এখান থেকে যায়নি,আমার পিছনে কিছু লোক লেগে আছে তারাই করাচ্ছে।
এই বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
Leave a Reply