ভারতের উত্তর প্রদেশে এক পরিবারে ৮ জন নিহত।
ঘরের ভেতর গরমে থাকা কঠিন ছিল তাই রাতে বাড়ির বাইরে ঘুমাচ্ছিল সহপরিবার। রাতে বালুবোঝাই ট্রাকের চাপায় মৃত্যু হয় ওই পরিবারের আট জনের। আহত হয়েছে এক শিশু। শিশুটি মারাত্মকভাবে জখম হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে ভারতের উত্তরপ্রদেশের হারদইয়ের মাল্লাওয়ান এলাকায়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ট্রাকটি কানপুর থেকে হারদই যাচ্ছিল। বালুবোঝাই ট্রাকটি অতিরিক্ত ওজনের কারণে উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, গরমের কারণে ভুক্তভোগী পরিবারটি বাড়ির বাইরে ঘুমাচ্ছিলহারদোই জেলার ম্যাজিস্ট্রেট এম.পি. সিং জানিয়েছেন, অতিরিক্ত বালু থাকার কারণে ট্রাকটি উল্টে যায় এবং এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধার করে। এ ঘটনায় একটি মেয়ে ছাড়া বাকি সবাই মারা গেছে।
হারদইর পুলিশ কর্মকর্তা কেসি গোস্বামী বলেন, ‘আমরা ট্রাকটির চালক ও তাঁর সহযোগীকে আটক করেছি। ঘটনার আরও বিস্তারিত জানতে তদন্ত চলছে। সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে
Leave a Reply