লেবানন ম্যাচের আগে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। কাতার থেকে এক ভিডিও বার্তায় বলেছিলেন, লেবাননের বিপক্ষে তিন পয়েন্ট পেতেও পারে বাংলাদেশ। যদিও দুই দলের র্যাঙ্কিংয়ের ব্যবধান ৬৪ (বাংলাদেশ ১৮৪, লেবানন ১২০), এরপরও গত এক বছরে এটি লেবাননের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় দেখা বলে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা সম্পর্কে একটা ধারণা হয়েছিল জামাল-মোরছালিনদের। তারওপর সর্বশেষ সাক্ষাতে ঢাকায় দুই দলের ম্যাচটা শেষ হয়েছিল ১-১ সমতায়। সে কারণেই কিনা ম্যাচের আগে আত্মবিশ্বাস দেখাতে পেরেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
কিন্তু দোহায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকালের ম্যাচে আত্মবিশ্বাসের ছিটেফোঁটাও দেখাতে পারেনি বাংলাদেশ। লেবানন অধিনায়ক হাসান মাসতুকের হ্যাটট্রিকে ৪-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শেষ করেছেন জামাল ভুঁইয়ারা। গ্রুপ পর্বের ছয় ম্যাচে বাংলাদেশের নামের পাশে কেবল ১ পয়েন্ট।
গতকালের ম্যাচে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে শুরুতে ছিলেন না জামাল ভুঁইয়া। গতকাল সোহেল রানা জুনিয়রের পরিবর্তে একাদশে ফেরেন তিনি। এছাড়া রক্ষণভাগে মেহেদি মিঠুর জায়গায় শুরু থেকে খেলেন শাকিল।
ম্যাচ শুরুর ৫মিনিটেই লেবাননকে এগিয়ে দেন মাসতুক। বিরতির ঠিক আগ মুহূর্তেই ২য় গোল পেয়ে যার লেবানন।
দ্বিতীয়ার্ধেও সমান দুটি গোল করেছে লেবানন। ম্যাচের ৪৯ মিনিটে বাংলাদেশের রক্ষণ দুর্বলতার সুযোগ নিয়ে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন মাসতুক। এর ১১ মিনিট পর হ্যাটট্রিক আদায় করে নেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি মাসতুকের বিদায়ী ম্যাচ। ১৮ বছরের ক্যারিয়ারের শেষটা দারুণ এক হ্যাটট্রিকে করলেন মাসতুক।
‘আই’ গ্রুপে ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে দুই নম্বরে থাকা ফিলিস্তিনের পয়েন্ট ৮। গতকাল জয় পাওয়া লেবানন ৬ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে। আর ১ পয়েন্ট নিয়ে সবার নিচে বাংলাদেশ।
গ্রুপের শীর্ষ দুই দল অস্ট্রেলিয়া ও ফিলিস্তিন ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে উঠে।
Leave a Reply