কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক সিন্ডিকেটের সাথে জরিত থাকার ঘটনায় আটক ১জন।
ভুরুঙ্গামী উপজেলার থানা রোডের গার্লসস্কুল মোড়ের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এজেন্ট এর বাসভবন থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধারের ঘটনার ৩ দিন পর সম্মিলিতভাবে মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগে মদিনা কসমেটিক্স নামে একটি মনোহারি দোকানের মালিককে আটক করেছে পুলিশ। আটকৃত ব্যক্তি হলেন ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের মৃত কাশেম আলির পুত্র শফিকুল ইসলাম (৪৬)।
এর আগে গত ৮ জুন ভূরুঙ্গামারীতে ১৬০ বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ জুন) দুপুরে উপজেলার থানা রোডের গার্লস স্কুল মোড়ে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর এজেন্সি ম্যানেজার এমদাদুল হক পাভেল এর গুদামঘর থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ তৎক্ষণাৎ কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং অভিযুক্ত পাভেল এখনো পলাতক রয়েছে।
Leave a Reply