এই সমাজটা সভ্য ছিল
সবুজ বৃক্ষে ঘেরা ছিল।
সকালে বেলা পাখির কূজন
দুপুর বেলা বটের ছায়া।
এমন করেই চলতো জীবন
গোধূলির সেই লাল আভায়।
সভ্য পথে সভ্য মানুষ
চলতো কাঁধে হাত রেখে।
ঝর ঝাপট আসলে কাঁধে
সবাই মিলে আসতো পাশে।
বর্ষা কালে জলের খেলা
উঠোন জুড়ে বসতো মেলা।
জারি গান আর সারি গানে
জমতো আসর তামাক জ্বেলে।
এমন স্মৃতি আসলে মনে
হারিয়ে যাই নদীর কূলে।
ভাসতে ভাসতে ভেলায় চরে
দিচ্ছি পাড়ি জীবন স্রোতে।
উদ্বাসন কবি-
মানজারুল ইসলাম দুলাল
চর রাজিবপুর, কুড়িগ্রাম।
Leave a Reply