কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে ৪৩হাজার ৬১জন অসহায় দুস্থদের মাঝে ভিজিএফ এর দশ কেজি চাল বিতরণ শুরু হয়েছে। সোমবার সকালে রাজারহাট ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করেন রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার।
বিতরণ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ট্যাগ ও মৎস্য কর্মকর্তা আরিফুল আলম, রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক, ইউপি সদস্য মো.শহিদুল ইসলাম,মো. বিপ্লব আলী।
এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন আজকে পাঁচটি ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাউল বিতরণ শুরু হয়েছে, বাকি দুটি ইউনিয়ন পরিষদের টা বাকি আছে।খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন শেষ হলেই বিতরণ শুরু হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদে ৬ হাজার ৮শত ২৪জন,ছিনাই ইউনিয়ন পরিষদে ৬হাজার ৫শত ৫৪জন,রাজারহাট ইউনিয়ন পরিষদে ৭হাজার৭শত ৪জন,চাকিরপশার ইউনিয়ন পরিষদে ৬ হাজার ৮শত ৪৪জন,বিদ্যানন্দে ৪হাজার৪৮জন,উমরমজিদ ইউনিয়ন পরিষদে ৬ হাজার ৩শত ৫৪জন ও নাজিমখান ইউনিয়ন পরিষদে ৪হাজার ৭শত ৩৩জন উপকারভোগী দশ কেজি ভিজিএফ চাল পাবেন।
Leave a Reply