1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ফুলবাড়িতে ভিজিএফের স্লিপ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬ জবিস্থ মাগুরা জেলা ছাত্রকল্যাণের জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে প্রত্যন্ত গ্রামে কিশোরীদের সুরক্ষায় কাজ করছেন শারমিন ও মরিয়ম ৭ মাস অনুপস্থিত চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক নাগেশ্বরীতে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা মামলায় উলিপুরের ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ইবির বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণ সমিতির আংশিক কমিটি গঠন: ‘সভাপতি সাইফুল‌‌, সম্পাদক আসাদ’ ১০ এপ্রিলের মধ্যে জকসু তফসিল ঘোষণার দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের রাজারহাটে ছিনাই ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান গ্রেফতার ভূরুঙ্গামারীতে অনুমতি ছাড়াই কাটা হলো রাস্তার গাছ, ডাল পড়ে ট্রান্সফরমার বিকল

প্রথমবারের মতো সাউথ আফ্রিকা কে হারানোর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ।

  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক টি টুয়েন্টি তে সাউথ আফ্রিকার সাথে এর আগে ৮ টি ম্যাচ খেলেও বাংলাদেশ কখনো তাদের হারাতে পারেনি।এবার কন্ডিশন বিবেচনায় তাদের হারনোর ভালো সুযোগ রয়েছে। শক্তি-সামর্থ্যে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির ভয়ঙ্কর উইকেট দুই দলকেই একই কাতারে এনেছে বলে মনে করেন বাংলাদেশ কোচ চান্দিকা হাথুরুসিংহে।

অ্যাডিলেডে যে ১০টি ড্রপ-ইন পিচ তৈরির পর জাহাজে করে ফ্লোরিডায়এনে সেখানকার উষ্ণ রোদ-বাতাসে পরিচর্যা করে শেষ পর্যন্ত ট্রেইলারে করে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়েছে, সেই পিচগুলির চারটি বসানো হয়েছে নাসাউ কাউন্টি মাঠে, বাকি ছয়টি এই ক্যান্টিয়াগের অনুশীলন প্রাঙ্গনে। সব উইকেটের চরিত্র তাই একই রকম হওয়ার কথা।

উইকেট নিয়ে এত কথা বলার কারণ, এখনও পর্যন্ত এই বিশ্বকাপের সবচেয়ে আলোচিত বিষয় তো নিউ ইয়র্কের উইকেটই। অসম বাউন্সের বিপজ্জনক এই উইকেট ব্যাটসম্যানদের জন্য হয়ে উঠেছে মৃত্যুকূপ। এই মাঠে আসরের প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করা দল গুটিয়ে গেছে ৭৭ ও ৯৬ রানে। পরের তিন ম্যাচেও কোনো দল এখনও পর্যন্ত ১৪০ করতে পারেনি। কানাডার ১৩৭ রানই এখানকার সর্বোচ্চ। সেই স্কোর নিয়েই তারা হারিয়ে দেয় আয়ারল্যান্ডকে। রোববার যেমন ১১৯ রান নিয়ে ভারত হারায় পাকিস্তানকে। নেদারল্যান্ডসের ১০৩ রান টপকাতে ঘাম ছুটে যায় দক্ষিণ আফ্রিকার।

এখানেই সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে যথারীতি উইকেট ঘিরে চলছে নানা আলোচনা, কৌতূহল, প্রশ্ন।শক্তি-সামর্থ্যে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির ভয়ঙ্কর উইকেট দুই দলকেই একই কাতারে এনেছে বলে মনে করেন বাংলাদেশ কোচ চান্দিকা হাথুরুসিংহে।

 

নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যখন ভারত-পাকিস্তান মহারণ চলছে, মাইল পাঁচেক দূরত্বের ক্যান্টিয়াগ পার্কে তখন অনুশীলন করছে বাংলাদেশ দল। নাসাউ কাউন্টি পরিচালিত এই পার্কটি খেলাধুলার স্বর্গরাজ্য বলা যায়। পাঁচটি টেনিস কোর্ট, বেসবল টার্ফ, সফটবল মাঠ, কয়েকটি বাস্কেটবল কোর্ট, ছয়টি হ্যান্ডবল ও প্যাডলবল কোর্ট, বেসবল ও সফটবেল কেইজ, বিভিন্ন মাল্টিপারপাজ টার্ফ, গলফ কোর্স, সুইমিং ও ডাইভিং কমপ্লেক্স, আইস স্কেটিং রিঙ্ক, উন্মুক্ত আরও কিছু মাঠ… কী নেই এখানে! বিশাল এই আঙিনার এক কোনায় জায়গা পেয়েছে ক্রিকেটও।

মূলত বিশ্বকাপ দলগুলির জন্যই নেট অনুশীলনের ব্যবস্থা রাখা হয়েছে এখানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ের আগে রোববার এখানেই ছিল বাংলাদেশ দলের অনুশীলন সেশন।ম্যাচের আগের দিন এমনিতে মূল ভেন্যুতে অনুশীলন করতে চায় সব দলই। তবে নিউ ইয়র্কের ম্যাচের জন্য ক্যান্টিয়াগপার্কে অনুশীলনেও আপত্তির কারণ নেই খুব একটা।

বাংলাদেশ দল অবশ্য বেশ ফুরফুরে মেজাজেই আছে। সবচেয়ে বড় কারণ, অবশ্যই প্রথম ম্যাচের জয়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারসহ সাম্প্রতিক যে দুরাবস্থা ছিল দলের, সেই হতাশার মেঘ কিছুটা হলেও দূর করে নতুন আশার ঝিলিক হয়ে এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে জয়। ডালাসে ওই ম্যাচ হেরে গেলে দলের মনোবল ধ্বংস হয়ে যেত হয়তো পুরোপুরি। কিন্তু সেই ম্যাচেজয়ের পর দল যে দারুণ চাঙা, তা ফুটে উঠল রোববার সংবাদ সম্মেলনে কোচ চান্দিকা হাথুরুসিংহের কথায়।

“আমার মনে হয়, এই ফলাফলে ওরা স্বস্তি ফিরে পেয়েছে। একটি ম্যাচ খেলে কাঙ্ক্ষিত দুটি পয়েন্ট ওরা পেয়েছে। আমাদের জন্য অনেক বড় ম্যাচ ছিল এটি। ম্যাচের আগের সময়টায় প্রচণ্ড চাপ ছিল। তবে ছেলেদের প্রস্তুতি ভালো ছিল। ওরা ফল পেয়েছে।”

ফুরেফুরে থাকার আরেকটি কারণ হতে পারে উইকেটও। যে উইকেট এত ভয়ানক, সেখানে মিশে আছে তো বাংলাদেশের সম্ভাবনাও! উইকেটের কারণেই ম্যাচটি হয়ে উঠছে লটারির মতো।

 

এমনিতে শক্তি-সামর্থ্য-স্কিলে দক্ষিণ আফ্রিকার কাছাকাছি নেই বাংলাদেশ। বিপক্ষে আছে ইতিহাসও। টি-টোয়েন্টিতে ৮ ম্যাচ খেলে সবকটিই জিতেছে প্রোটিয়ারা। তবে এখানকার উইকেট দুই দলকে নিয়ে আসছে কাছাকাছি। একই জায়গায় পিচ করে কোনো বল লাফাচ্ছে, কোনোটি নিচু হচ্ছে। স্রেফ জায়গামতো বল রাখলেই তা প্রায়ই হয়ে উঠছে বিপজ্জনক। স্কিলের কারিকুরি এখানে জরুরি নয়। দুই দলের ব্যবধান তাই কমে আসছে।

বাংলাদেশ কোচও ছোট্ট করে সেই কথাটি বলে নিজেদের আশার দুয়ার খুলে দিলেন।

 

“ব্যাটারদের জন্য উইকেট খুব সহজ নয়। এই কারণেই আসলে দুই দল একই কাতারে চলে আসছে। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ বেশ ভালো। তবে আমরা আত্মবিশ্বাসী যে ওদের সঙ্গে খুব ভালো লড়াই করতে পারব।”

 

এই মাঠে দক্ষিণ আফ্রিকা দুটি ম্যাচ খেলে ফেলেছে। খুব ভালো ধারণা তাই আছে তাদের। এখানে তারা নিশ্চিতভাবেই এগিয়ে থাকবে। তাদের বোলিং আক্রমণও দুর্দান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের স্বস্তি বাংলাদেশের থাকলেও বড় দুর্ভাবনার জায়গাগুলো তো এখনও রয়েই গেছে। টপ অর্ডার তো একদমই ছন্নছাড়া!

শ্রীলঙ্কার বিপক্ষে তিন নম্বরে নেমে লিটন কুমার দাস গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছেন বটে। তবে কাজটা শেষ করে ফিরতে পারেননি তিনি, সেরা ছন্দ থেকেও অনেক দূরে আছেন তিনি। সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেন ব্যাট ধরতেই ভুলে গেছেন। নাসাউ কাউন্টির উইকেটে সৌম্যর বোলিং বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। তবে ব্যাটিংয়ের যে অবস্থা, তাতে তাতে একাদশে রাখাই তো দায়।

 

ম্যাচের আগের দিন অনুশীলনের শুরুতে তানজিদ হাসান, শান্তর ও সঙ্গে নেটে দেখা গেল জাকের আলিকে। সৌম্য তখন প্যাড পরে বাইরে ব্যাট করার অপেক্ষায়। নেট সেশন দেখে যদিও ম্যাচের একাদশ সবসময় বোঝা কঠিন, তবে সৌম্যর জায়গায় একাদশে জাকেরকে দেখা গেলে অস্বাভাবিক কিছু হবে না।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!