নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে দিল্লিতে। রোববার (৯ জুন) রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন নবনির্বাচিত এই প্রধানমন্ত্রী।
জি-২০ শীর্ষ সম্মেলনে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানেও থাকছে সেই একই রকমের ব্যবস্থা।
রোববার (৯ জুন) মোদির শপথ উপলক্ষে অনুষ্ঠানস্থল ও আশেপাশে নিরাপত্তা নিশ্চিত করতে ৫টি অর্ধসামরিক সংস্থা, এনএসজি কমান্ডো এবং ড্রোন মোতায়েন থাকবে আশে পাশের অঞ্চলে ।
এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গরা যে পথে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন, সেই পথে স্নাইপার ও সশস্ত্র বাহিনীর কর্মীরাও উপস্থিত থাকবেন সতর্ক অবস্থায়। এছাড়া ড্রোনের মাধ্যমে কৌশলগত অবস্থানগুলোর ওপর নজরদারি করা হবে নিখুঁতভাবে। যাতে কোনো প্রকার দূর্ঘটনা না ঘটে সেই বিষয়ে অধিক সতর্কতা অবলম্বন করবেন দেশটির সশস্ত্র বাহিনী
রাষ্ট্রপতি ভবনের চারপাশে কৌশলগতভাবে অবস্থান নেবে সোয়াট টিম এবং এনএসজি কমান্ডোসহ প্রায় ২,৫০০ পুলিশ। এ উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা বাড়ানো হবে। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিতদের মধ্যে থাকবেন শ্রমিক, রেলকর্মী, ট্রান্সজেন্ডার এবং সরকারি প্রকল্পের সুবিধাভোগীরা।
অনুষ্ঠানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সিসিলির শীর্ষ নেতারাসহ সার্কভুক্ত দেশগুলোর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
Leave a Reply