রাজিবপুরে ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১(এক)।
কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার ধুলাউড়িতে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ ৬ জুন (শুক্রবার) সকাল নয়টার দিকে রাজিবপুর-ঢাকা সড়কের ধুলাউড়ি ফরিদা মার্কেট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মোঃ আলী হোসেন (৬০) রৌমারী উপজেলা সদরের বাসিন্দা।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের মাধ্যমে জানা যায়, নিহত মোঃ আলী তার মেয়ের বাসায় যাওয়ার জন্য মোটর সাইকেল যোগে ডিগ্রির চর যাওয়ার পথে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রাজিবপুর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটিকে কুড়িগ্রাম পাঠিয়েছেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে চর রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান পিপিএম বলেন, আজ সকালে রৌমারী থেকে আলী হোসেন মোটর সাইকেল যোগে ডিগ্রিরচর যাওয়ার পথে ধুলাউড়ি, ফরিদা মার্কেট এলাকায় ইটের খোয়া ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় সড়ক পরিবহণ একটি মামলা প্রক্রিয়াধীন আছে। ইতিমধ্যে ভিকটিমের মোটর সাইকেল ও ঘাতক গাড়িটি (ট্রাক) জব্দ করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামী সনাক্ত করে তার উপর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।
Leave a Reply