মানুষ সামাজিক জীব, তাই মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করতে পছন্দ করে। সমাজের প্রয়োজনে এগিয়ে আসা একজন মানুষের একান্ত দায়িত্ব ও কর্তব্য। এককভাবে সমাজসেবা করা খুবই দুরূহ ব্যাপার, তাই সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজ সেবা করা তুলনামূলকভাবে সহজ। সামাজিক সমস্যা রয়েছে নানাবিধ উপকার। সামাজিক সংগঠনে যুক্ত হওয়ার দ্বারা মানুষের মাঝে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তৈরি হয়। সামাজিক দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা বৃদ্ধি পায়। এসব সংগঠনের দ্বারা উপস্থিত বক্তৃতা দেওয়া এবং কোন শ্রেণীর মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তা শেখা যায়। এছাড়াও স্বাভাবিক সংগঠনগুলো শিক্ষার্থীদের বুদ্ধি বৃত্তিক চর্চার প্রতি আগ্রহী করে তোলে এবং প্রতিযোগিতার মাধ্যমে মেধাকে বিকশিত করে। সামাজিক সংগঠন দ্বারা আত্মিক উন্নতি সাধন হয় এবং মানুষের কর্ম দক্ষতা বৃদ্ধি পায় ও ভবিষ্যতে কর্মসংস্থান তৈরি হয়, যার ফলে মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়। তাই নিজেকে সমৃদ্ধ করতে এবং দেশ ও জাতির উন্নতি ও অগ্রগতির লক্ষ্যে প্রত্যেককে সামাজিক সংগঠনের সাথে যুক্ত হওয়া খুবই জরুরী।
লেখক,
মো: মমিনুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়।
Leave a Reply