বাংলাদেশ সিরিজ জয়ের পর আবারো হারালো পাকিস্তানকে।কিছুদিন আগে বাংলাদেশ সিরিজ হারিয়ে চমক দেখালো যুক্তরাষ্ট্র ক্রিকেট দল।
এবার তার চেয়েও বড় অঘটন ঘটাল মোনাঙ্ক প্যাটেলের দল। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন এবং গতবারের রানার আপ পাকিস্তানকে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের স্বাদ দিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত পাকিস্তান-যুক্তরাষ্ট্র ম্যাচ টাই হয়েছে। সুপার ওভারে ম্যাচ জিতেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের দেয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৯ রান করে ম্যাচ যুক্তরাষ্ট্র।
সুপার ওভারে ৫ রানে হেরেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১৮ রান করে যুক্তরাষ্ট্র। জবাব দিতে নেমে ১৩ রান করেছে পাকিস্তান।
লক্ষ্যতাড়ায় নেমে শুরুটা ভালো করে যুক্তরাষ্ট্র। উদ্বোধনী জুটিতে ৩৬ রান করে স্বাগতিকরা। ১২ রান করে নাসিম শাহর বলে আউট হন স্টিভেন টেলর। দ্বিতীয় উইকেটে ৭১ রান যোগ করে যুক্তরাষ্ট্র। ফিফটি তুলে নেন মোনাঙ্ক প্যাটেল। অ্যান্দ্রিস গাউসও বেশ ভালোই সঙ্গ দিয়েছেন তাকে। এই দুজনের জুটি ভালোভাবেই জয়ের পথে রাখছিল যুক্তরাষ্ট্রকে।
জয়ের জন্য শেষ ওভারে ১৫ রান দরকার ছিল যুক্তরাষ্ট্রের। প্রথম ৫ বলে ১০ রান দেন পাকিস্তানের পেসার হারিস রউফ। শেষ বলে দরকার ছিল ৫ রান। হারিস রউফের ফুলটস বলটা লং অফ দিয়ে উড়িয়ে মেরে ৪ রান আদায় করে নেন যুক্তরাষ্ট্রের ব্যাটার নীতিশ কুমার।
টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটাও ভালো ছিল না। যদিও মূল ম্যাচে অনেক সংগ্রাম করে হার এড়ালেও সুপার ওভারে আমিরের বাজে বলিং ও ব্যাটারদের বাজে ব্যাটিং এর জন্য হারতে হয় স্বাগতিকদের কাছে। পাকিস্তানের হার নিয়ে বাবর আজমের কন্ঠে হতাশা প্রকাশ করেন। পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাড়ানোর আশ্বাস পাকিস্তান সমর্থকদের।
Leave a Reply