বিশ্ব ক্রিকেটে ভারতের বাজার যে সবচেয়ে শক্তিশালী, এই বিষয়ে কারো সন্দেহ থাকার কথা না । কোটি মানুষের পছন্দ ও ভালোবাসা কে কাজে লাগিয়ে মোটা অংকের টাকাও ইনকাম করছে ভারতীয় নিয়ন্ত্রণ বোর্ড বা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাদের থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসির) আয়ও অনেক বেশী। যার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ইভেন্টের সূচি করার ক্ষেএে ভারতীয় ক্রিকেটের কথা চিন্তা করতে হয় জানালেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সিইও জনি গ্রেভস।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হলেন দুটি দেশ। যা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের সময়ের সঙ্গে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সময়ের ব্যবধান অনেক । এই অঞ্চলে যখন রাত,উত্তর আমেরিকা অঞ্চলে তখন দিন (সকাল ),আবার এ অঞ্চলে দিন তখন ওই অঞ্চলে রাত । যার কারণে উত্তর আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী ম্যাচ আয়োজন করা হলে এশিয়া মহাদেশের বেশীরভাগ দেশের সমর্থকদের পড়তে হয় বিপাকে। ভারতের কাছ থেকে প্রাপ্ত আয়ের কথা বিবেচনায় নিয়ে সেটা করেনি আইসিসি।
ভারতের স্থানীয় সময় অনুযায়ী, এবারের ক্রিকেট বিশ্বকাপের অধিকাংশ ম্যাচই রাত ৮ টা বা ৯টার দিকে, আবার কিছু ম্যাচ হচ্ছে ভোর ৫টা বা ৬টার দিকে। এ বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে জনি গ্রেভস বলেন, ‘সবাই এটা জানে আর মানে যে, আইসিসির ইভেন্টের আয়ের সিংহভাগ আসে একটা নির্দিষ্ট মার্কেট থেকে। সে কারণে আমরা ভারতীয় ক্রিকেটের কথা আমাদের চিন্তা করতে হয়। যাতে করে ভারতীয় স্থানীয় সময়ের প্রাইম টাইমে ম্যাচ শুরু করা যায়। যাতে করে এশিয়ার সমর্থকদের খেলা দেখতে অসুবিধা না হয়, বিপাকে পড়তে না হয়।
Leave a Reply