কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে কৃষি অনুষদের আওতায় বি.এসসি. ইন এগ্রিকালচার (অনার্স) ডিগ্রি এবং মৎস্য অনুষদের আওতায় বি.এসসি. ইন ফিশারিজ (অনার্স) ডিগ্রি প্রদানের লক্ষ্যে ইউজিসি এবং অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর নির্দেশনা মোতাবেক, কুড়িগ্রামসহ বাংলাদেশের কৃষি এর সম্ভাবনা বিশেষ করে স্মার্ট কৃষিকে বিবেচনায় নিয়ে দেশি-বিদেশি প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক,সম্প্রসারনকর্মী এবং কৃষি শিল্প প্রতিষ্ঠানের সাথে পরামর্শ করে, 4IR এর বিষয়বস্তু কে সংযুক্ত করে,কৃষি বিষয়ে গবেষনা ও ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিংকেজ কে প্রাধান্য দিয়ে প্রণয়নকৃত যুগোপযোগী আউটকাম বেসড কোর্স-কারিকুলা অনুমোদিত হয়েছে।
Leave a Reply