ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহের কুফল ও আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা, গণ সমাবেশ, সচেতনতামূলক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে চাইল্ড নট ব্রাইট প্রোজেক্টের উদ্যোগে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশে আর্থিক ও কারিগরি সহযোগিতায় উপজেলার অষ্টমির ঘাট এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সচিব নাজমুল হোসাইন উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক।
এ সময় বক্তব্য রাখেন, জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি লিমা আক্তার।
সমাবেশে বক্তারা বাল্যবিয়ের কুফল ও প্রতিকারের বিষয়ে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবকদের অবহিত করেন ও বাল্যবিয়ে বন্ধে সামাজিক সচেতনতার পাশা-পাশি আইনের কঠোর প্রয়োগের কথা বলেন।
এবং সচেতনতা সৃষ্টির লক্ষে সবাইকে এগিয়ে আশার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী শান্ত। অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, সিএনবির ফিল্ডফ্যাসিরিটেটর, যুব সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply