কুড়িগ্রাম প্রতিনিধি:
“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের জন্য কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ কুড়িগ্রামে উদযাপিত হলো জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫। দিবসটি উদযাপনের আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব সিফাত মেহনাজ। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং নারী ও শিশুরা এতে অংশ নেন।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি — প্রেরণা চিসিম, মমিন হোসাইন, বেলগাছা যুব সংগঠন, দিশারী যুব ফোরাম, দুর্বার তারুণ্যের যুব ফোরামসহ অন্যান্য সংগঠনের সদস্য মালতি রানী, ফারহানা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিশুবিবাহ প্রতিরোধ, মানসম্মত শিক্ষা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমেই কন্যাশিশুর ক্ষমতায়ন সম্ভব।
উল্লেখ্য, এ অনুষ্ঠানে সহযোগিতা করে বিভিন্ন সংস্থা — World Vision Bangladesh, FRIENDSHIP, RDS Bangladesh, Good Neighbors Bangladesh, এবং SOLIDARITY।
Leave a Reply