তারেক খান মজলিশ তারা, কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুরে অবস্থিত অনন্তপুর মেধা বিকাশ কিন্ডারগার্টেনে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উদ্যোগে একটি দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প ও রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এই মহৎ উদ্যোগে প্রায় আড়াই শতাধিক ছাত্র-ছাত্রীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি, ছাত্র-ছাত্রীদের অভিভাবক, স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় ১০০ এরও অধিক মানুষ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা, ডায়াবেটিস পরীক্ষা ও উচ্চ রক্তচাপ নির্ণয়ের সুযোগ পান। এমন ফ্রী স্বাস্থ্যসেবা পেয়ে সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন বাদল সরকার, সাইদুল ইসলাম ও আদম আলী। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাজ আহমেদ, রোকনুজ্জান রোকন, সজিব আহমেদ, ক্বারী আবু বক্কর, গোলাম মোস্তফা ও শুভ আহমেদ।
ফাউন্ডেশনের এই জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ ছাইদুল হক, প্রতিষ্ঠাতা ও পরিচালক, রংধনু ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল, খড়িবাড়ী বাজার।
মোঃ বেলাল শেখ, পরিচালক, প্রত্যাশা প্রি-ক্যাডেট স্কুল, খড়িবাড়ী বাজার।
মোঃ নুরুজ্জামাল সরকার, পরিচালক, উম্মেষ প্রি-ক্যাডেট স্কুল, ফুলবাড়ী।
অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন অনন্তপুর মেধা বিকাশ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা জনাব মোঃ জব্বার আলী।
রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো: মাঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মিঠু। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, সমাজসেবার অংশ হিসেবে ভবিষ্যতে তাদের এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply