মিজানুর রহমান মিজান, চিলমারী প্রতিনিধি:
বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র সর্বশেষ পর্বের চিত্রায়ণ হয়েছে এবার কুড়িগ্রামে। চারদিনব্যাপী জেলার বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে শুটিং সম্পন্ন করেছেন উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত ও তার টিম।
জানা গেছে, ঐতিহ্যবাহী চিলমারী বন্দর এলাকায় অনুষ্ঠানটি মঞ্চস্থ করার পরিকল্পনা থাকলেও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি।
হানিফ সংকেত বলেন, “গত চারদিনে কুড়িগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান আমরা ধারণ করেছি। চিলমারীতেও কিছু অংশ ধারণ করা হয়েছে। তবে বন্দরের দৃশ্যমান অবকাঠামো না থাকায় সেখানে মূল মঞ্চায়ন করা সম্ভব হয়নি।”
এবারের ‘ইত্যাদি’ মূলত মজলুম জননেতা মওলানা ভাসানীকে কেন্দ্র করে সাজানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, এর মঞ্চায়ন হবে ভাসানীর জন্মস্থান ভুরুঙ্গামারীর গোপালপুর গ্রামে অথবা ধরলা নদীর পাড়ে।
অনুষ্ঠানে ভাসানীর সংগ্রামী জীবন ও কর্মের ওপর একটি বিশেষ ডকুমেন্টারি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়াও ‘ইত্যাদি’ টিম চিত্রায়ণ করেছে ধরলার পাড়, সোনাহাট স্থলবন্দরসহ কুড়িগ্রামের বেশ কয়েকটি দর্শনীয় স্থান। গানের অংশে গুরুত্ব পাচ্ছে আঞ্চলিক ভাওয়াইয়া সংগীত, বিশেষ করে জনপ্রিয় গান ‘ওকি গাড়িয়াল ভাই…’।
চরাঞ্চলের মানুষের জীবন ও সংগ্রাম নিয়েও থাকছে একটি পৃথক আয়োজন। তবে হানিফ সংকেত জানিয়েছেন, চিলমারীর ঐতিহ্য ও সম্ভাবনাকে কেন্দ্র করে ভবিষ্যতে তিনি একটি পৃথক ইত্যাদি পর্ব নির্মাণের পরিকল্পনা করছেন।
Leave a Reply