কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলমকে প্রত্যাহারের মাত্র আট দিন পর পুনর্বহাল করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশের পর তিনি পুনরায় কর্মস্থলে যোগ দেন।
জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর রাতে হঠাৎ করেই ওসি নাজমুল আলমকে প্রত্যাহার করা হয়। অথচ মাত্র দুই মাস আগে, ১ আগস্ট তিনি রাজারহাট থানার দায়িত্ব গ্রহণ করেছিলেন। প্রত্যাহারের খবর প্রকাশের পরদিন ২৫ সেপ্টেম্বর এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয় এবং বিকেলে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের দাবি ও জনমতের প্রেক্ষিতে পুলিশ সুপার তার পুনর্বহালের নির্দেশ দেন। ওসি নাজমুল আলম বলেন, “আজ শুক্রবার সকালে পুনর্বহালের আদেশ হাতে পাই এবং সকাল ১১টার দিকে রাজারহাট থানায় যোগদান করি।”
দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড দমনে সক্রিয় ভূমিকা নেওয়ায় তিনি এলাকাবাসীর কাছে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ, মসজিদে জুমার খুতবার আগে সচেতনতা সৃষ্টি এবং আইনবিরোধী কার্যক্রম দমনে তার উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়ায়।
স্থানীয়দের মতে, কোনো কর্মকর্তাকে প্রত্যাহারের পর এত দ্রুত স্বপদে যোগদান করাটা একটি বিরল ঘটনা।
Leave a Reply