কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নে গণঅধিকার পরিষদের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য অ্যাডভোকেট এস. এম. নুরে এরশাদ সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুস সামাদ, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. রেজাউল ইসলাম, বুড়াবুড়ী ইউনিয়ন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মুকুল মিয়া, ১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল জলিল, দুর্গাপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের এ নতুন কার্যালয় থেকে সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলন আরও সুসংগঠিত হবে।
Leave a Reply