কুড়িগ্রাম প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দিনব্যাপী উলিপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও উলিপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুল খালেক।
এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উলিপুরের মোট ১১২টি পূজা মণ্ডপের মধ্যে ১০৭টিতে নগদ অর্থ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পাশাপাশি অসহায় হিন্দু পরিবারগুলোর মাঝেও নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল খালেক বলেন, “হিন্দু সম্প্রদায় অনেকেই নিজেদের সংখ্যালঘু মনে করেন, কিন্তু বাস্তবে তারা সংখ্যালঘু নন। তারা এদেশেরই নাগরিক, ভূমিপুত্র-ভূমিকন্যা। পৃথিবীতে বিভিন্ন ধর্ম থাকবে—এটা স্বাভাবিক। ধর্ম যার যার, উৎসব সবার। নাগরিকদের মধ্যে কোনো শ্রেণীবিভেদ নেই, আমরা সবাই সমান মর্যাদার অধিকারী।”
অনুদান গ্রহণকালে পূজা উদযাপন পরিষদের নেতারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
Leave a Reply