কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জেলা শাখা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সার ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, সম্প্রতি সার ব্যবস্থাপনায় পরিবর্তনের যে পরিকল্পনার কথা কৃষি উপদেষ্টা জানিয়েছেন, তা বাস্তবায়িত হলে সার ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে। বর্তমানে সার ব্যবসায়ীদের বিনিয়োগ, ঋণ ও বাজারে বিপুল অর্থ অনাদায়ী রয়েছে। এর সঙ্গে ট্রাক ভাড়া, জ্বালানি ব্যয়, গুদাম ভাড়া, শ্রমিক খরচ, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল ও ব্যাংক ঋণের সুদ বেড়েছে, কিন্তু সারের কমিশন বাড়ানো হয়নি। তাছাড়া উৎসে ৫ শতাংশ কর ধার্য করায় ব্যবসায়ীরা আরও ক্ষতিগ্রস্ত হবে।
সভাপতি শামসুল ইসলাম মন্ডল বলেন, ওয়ার্ডভিত্তিক ডিলার নিয়োগসহ ব্যবসায়ীবান্ধব সিদ্ধান্ত না নিয়ে হঠাৎ পরিবর্তন আনা হলে সারের বাজার অস্থিতিশীল হয়ে পড়বে।
Leave a Reply