মোঃ দুর্জয় হাসান (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক অভিভাবকের মধ্যে গত ২৫ সেপ্টেম্বর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন ১০ শ্রেণীর অভিভাবকরা। উক্ত মত বিনিময় সভার মূল লক্ষ্য ছিল ২০২৬ সালের এসএসসি পরীক্ষাথীদের ফলাফল যাতে ভালো হয় এই বিষয়ে।উক্ত মতবিনিময় সভায় মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস শাফী স্যার বলেন একজন শিক্ষার্থীর ভালো রেজাল্টের পেছনে শিক্ষক ও অভিভাবক উভয়ের অবদান রয়েছে,তাই অভিভাবকের আরো বেশি সচেতন হওয়ার আহ্বান করেন তিনি।উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আক্তার (বিএসসি) স্যার বলেন অভিভাবকদের উচিত সন্তানরা কি করে কত ঘন্টা পরে এগুলো বিষয়ে খেয়াল তাহলে পড়ালেখার মান উন্নয়ন হবে। সহকারী শিক্ষক মোঃ আমজাদ স্যার বলেন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব এবং উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বাতেন (বিএসসি) স্যার বলেন একজন শিক্ষার্থীর কঠোর পরিশ্রমের ফলে শিক্ষার্থীর ভালো ফলাফল পাওয়া সম্ভব ,তাই শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে ও মোঃ রশিদ স্যার বলেন ভালো রেজাল্ট করার পিছনে পরীক্ষার্থীকে কমপক্ষে দৈনিক ৮ ঘণ্টা পড়তে হবে তাহলে শিক্ষার্থীরা ভালো ফলাফল পেতে পারে।এরকম বিদ্যালয়ের আয়োজনকে অভিভাবকরা সাধুবাদ জানায় এবং অভিভাবকরা বলেন শিক্ষক এবং অভিভাবকদের মাসে একবার হলেও মিটিং করা প্রয়োজন এতে করে বিদ্যালয়ের কাঠামো ও পড়ালেখার মান উন্নয়ন হবে।
Leave a Reply