নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব পায়রাডাঙ্গা চটাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন সিঁড়ি যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রমে শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, অভিজ্ঞ মেডিসিন ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদানসহ গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আনারুল ইসলাম (জজ কোর্ট কুড়িগ্রাম) এবং উদ্বোধন করেন ডা. মোঃ সাইদুল ইসলাম, সভাপতি সবুজ বাংলাদেশ কুড়িগ্রাম জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদ আহমেদ সভাপতি নাগেশ্বরী ব্লাড ব্যাংক, মোঃ জুয়েল রানা সভাপতি আলোর পরশ তরুণ সংঘ নাগেশ্বরী, মোঃ রুবেল সরকার সিও হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নাগেশ্বরী ও মোঃ মুসা বাবু সভাপতি একতা যুব উন্নয়ন ফাউন্ডেশন ফকিরেরহাট।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন ডা. মোঃ হাফিজুর ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি স্বপ্ন সিঁড়ি যুব উন্নয়ন সংগঠন। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ জহুরুল ইসলাম, সমাজসেবক ৮নং ওয়ার্ড নাগেশ্বরী পৌরসভা। এ সময় স্বপ্ন সিঁড়ি যুব উন্নয়ন সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply