কুড়িগ্রাম প্রতিনিধি:
“টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে যথাযোগ্য উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নওয়াজ, ডেপুটি সিভিল সার্জন ডা. আনম মাহাইমন রাসল, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হাসান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার টিউটরসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, পর্যটন শুধু বিনোদনের ক্ষেত্রেই নয় বরং অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুড়িগ্রাম জেলার সম্ভাব্য পর্যটন এলাকা চিহ্নিত করে স্থানীয় উদ্যোক্তাদের সমন্বয়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।
Leave a Reply