রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রৌমারীতে কে বা কারা শত্রুতা করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাগানে লাগানো ফলজ ও বনজ গাছ কেটে ফেলেছেন এমন অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সরেজমিন পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করা হয়।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতের অন্ধকারে। আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গত মাসে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত জায়গায় শতাধিক মেহগণী, আম ও অন্যান্য ফলজ-বনজ চারা রোপণ করা হয়েছিল। ওই এলাকায় পূর্বে স্থানীয় যুবকরা খেলাধুলা করত এবং গরু চড়ানো হত—যার কারণে গাছপালা রোপণে পূর্বেই প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ আছে।
স্টোরকিপার মো. ফারুক আহমেদ জানিয়েছেন, শুক্রবার সকালে বাগানে এসে দেখেন প্রায় ৫০টির মতো গাছ কেটে ফেলা আছে; এতে আনুমানিক অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী গাছগুলো লাগানো হয়েছে; বিষয়টি স্যারের জানানো হয়েছে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “পরিবেশ ও জনগণের কল্যাণের জন্য রোপিত গাছগুলো কেটে ফেলা অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য থানা পুলিশকে জানানো হয়েছে।”
রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা জানিয়েছে এবং গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
Leave a Reply