কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়িতে ধরলা নদীর ভাঙন রোধে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার চর গোরক মণ্ডল গ্রামে সহস্রাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষক আব্দুস সালাম, নাওডাঙ্গা ইউপি সদস্য আয়াজ উদ্দিন, শিক্ষার্থী আজিজুল ইসলাম, নারী প্রতিনিধি নাজমা আকতার, বেসরকারি সংস্থার প্রতিনিধি আরিফ সিদ্দিকী এবং গ্রিন ভিলেজের পরিচালক আব্দুর রশিদ প্রমুখ।
বক্তারা জানান, চলতি বর্ষা মৌসুমে ধরলা নদীর ভাঙনে চর গোরক মণ্ডল গ্রামে প্রায় তিন মাস ধরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে গ্রামে বাদাম ও ধানের ক্ষেত, কলা ও সুপারির বাগানসহ প্রায় ৩শ বিঘা কৃষিজমি নদীতে বিলীন হয়েছে। এতে অর্ধশতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।
এছাড়া হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়কেন্দ্র, শত শত কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
পিছিয়ে পড়া এ জনপদের মানুষের জীবন-জীবিকা রক্ষায় অবিলম্বে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।
Leave a Reply