রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়ালের বিরুদ্ধে শিক্ষার্থীদের অশালীন ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে। ২১ সেপ্টেম্বর এক শিক্ষার্থীর বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর চতুর্থ শ্রেণীর অংক ক্লাস চলাকালীন সময়ে আব্দুল আউয়াল এক ছাত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মারেন। পরে ছাত্রীটি বিষয়টি বাড়িতে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা ব্যর্থ হলে লিখিত অভিযোগ করা হয়।
এর আগে তিনি কাজাইকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীন সময়ে ছাত্রীদের প্রতি অশালীন আচরণের অভিযোগে বদলি করা হয়েছিল। অভিযোগে আরও উল্লেখ করা হয়, তিনি নিয়মিতভাবে ক্লাসে দেরি করে আসেন, ক্লাস চলাকালীন ঘুমান, মোবাইলে ভিডিও দেখেন এবং ছাত্রীদেরকে অশালীন মন্তব্য বলেন।
প্রধান শিক্ষক আতিকুর রহমান আতিক জানান, ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা আব্দুল আউয়ালের অশালীন আচরণের কথা স্বীকার করেছে। আব্দুল আউয়াল অভিযোগ মিথ্যা ও হেয় করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছে বলে দাবি করেছেন।
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, অভিযোগ পেয়েছি; তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply