কুড়িগ্রাম প্রতিনিধি:
ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের উদ্যোগে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে হযরত ফাতেমা (রা.)-এর জীবন ও কর্ম নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (তারিখ) কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সভার মূল বিষয় ছিল— “জান্নাতের সর্দার ও নারীদের নেত্রী হযরত ফাতেমা (রা.)-এর জীবন ও কর্ম।”
কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি ও কুড়িগ্রাম গওহর পার্ক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আকরাম হোসেন আলোচনা করেন। বক্তারা বলেন, হযরত ফাতেমা (রা.)-এর জীবন আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তিনি নবী করিম (সা.)-এর কনিষ্ঠ কন্যা, জান্নাতের সর্দার এবং বিশ্ব নারীদের শ্রেষ্ঠা।
আলোচনা সভায় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মা ফাতেমা (রা.)-এর গৌরবময় জীবন তুলে ধরার সময় অনেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন।
বক্তারা বলেন, ইসলাম নারীদের শুধু গৃহকোণে সীমাবদ্ধ রাখেনি; বরং শিক্ষা অর্জনকে ফরজ করেছে এবং পর্দার সাথে কর্মক্ষেত্রে অবদান রাখার সুযোগ দিয়েছে। শিক্ষিত নারীর হাতেই জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে। নবী কন্যা ফাতেমা (রা.) তাঁর জ্ঞান ও ঈমানের আলোয় ইমাম হাসান (রা.) ও ইমাম হুসাইন (রা.)-কে আদর্শবান হিসেবে গড়ে তুলেছিলেন, যারা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয়।
সভায় বক্তারা আরও বলেন, জাহেলি যুগে নারীরা চরম অবহেলিত ছিলেন। ইসলামের আগমনে তারা মর্যাদা ও অধিকার ফিরে পান। মা ফাতেমা (রা.) ছিলেন সেই পরিবর্তনের উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের সমাজেও শিক্ষিত নারীর অবদান অপরিহার্য। মা ফাতেমা (রা.) যুগে যুগে নারীদের জন্য আলোকবর্তিকা হয়ে আছেন।
Leave a Reply