রনবীর রায় রাজ, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক অমল চন্দ্র রায়, সদস্য সচিব বিষ্ণু সেন, উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল, সিনিয়র সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হবে এবং স্বেচ্ছাসেবক দল গঠন করে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।
সভায় ইউএনও সিব্বির আহমেদ বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির এ উৎসব সফল ও সুন্দরভাবে উদযাপনে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”
সভায় পূজা মণ্ডপগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply