রাজিবপুর প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা সংস্কারের দাবিতে সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বৃষ্টি হলেই কাদামাটি ও জলাবদ্ধতায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে।
মানববন্ধনে স্থানীয় জনগণ, ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদ জানায়।
প্রধান শিক্ষক বলেন আমাদের ছেলে-মেয়েরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি ডোবায় পরিণত হয়। শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। দ্রুত সংস্কার করা না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন—
“এই রাস্তা দিয়ে শুধু ছাত্রছাত্রী নয়, কৃষকরাও চরম ভোগান্তিতে পড়েন। বারবার আবেদন করেও কোনো ফল না পাওয়ায় আজ আমরা রাস্তায় নেমেছি।”
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, সরকার তাদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেবে এবং রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করবে।
Leave a Reply