কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার নদীভাঙন রোধে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় সদর উপজেলার আলোর ভুবন, উপজেলা অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করে অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম ও ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক, একশনএইড বাংলাদেশের সহযোগিতায়।
গ্রীণ ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক কুড়িগ্রামের আহ্বায়ক এম. রশিদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামের সহকারী প্রকৌশলী মারজান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুজ্জামান, কুড়িগ্রাম মহিলা পরিষদের সভাপতি রওশনআরা প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন ইউএসএস প্রজেক্টের কো-অর্ডিনেটর রবিউল ইসলাম। এতে সাংবাদিকসহ বিভিন্ন প্রতিনিধিরা জেলার নদ-নদীতে চলমান প্রকল্পসমূহ নিয়ে প্রশ্নোত্তর করেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দেন এবং চলমান প্রকল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় নদী ভাঙনের কারণে প্রতিবছর শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ছে। তাই অস্থায়ী নয়, স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। পাশাপাশি নদ-নদীর সঠিক পরিচর্যা, পরিবেশ রক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ নিয়েও আলোচনা গুরুত্ব পায়।
Leave a Reply