কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে সাপের কামড়ে মৃত্যুর হার রোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সব সরকারি হাসপাতালে প্রতিষেধক (অ্যান্টিভেনম) সরবরাহ ও মজুদ রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে গ্রিন ভিলেজ ফাউন্ডেশন।
“সর্প দংশনে আর অবহেলা নয়”— এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. রশিদ আলী (মাস্টার), ইউএসএস প্রজেক্টের কো-অর্ডিনেটর রবিউল ইসলাম, কুড়িগ্রাম জেলা যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, নাহিদ হাসান বাবু, ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের সদস্য সাইদুল হাসান সাঈদ, এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য মাসুদ রানা, মারুফ খান, আব্দুর রহিম, টিআইবির সদর এসিজি সদস্য নয়ন মিয়াসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর সহযোগিতায় আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর কুড়িগ্রামে সাপের কামড়ে বহু মানুষ মারা যায়। কিন্তু হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় দ্রুত চিকিৎসা পাওয়া যায় না। তারা অবিলম্বে সদর হাসপাতালসহ জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম সরবরাহ ও সংরক্ষণের দাবি জানান।
মানববন্ধন শেষে আয়োজকরা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কাছে লিখিত আবেদন জমা দেন।
Leave a Reply