ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি :
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪ টা ৩০ মিনিটে স্বাধীনতা চত্বরে সামনে বিদায় অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
অনুষ্ঠানে ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ হাবিবুল্লাহর সভাপতিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদে ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী,প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান খান এবং ছাত্র উপদেষ্টা পরিষদের পরিচালক ড. মোঃ রাশেদুল ইসলাম সহ শিক্ষক-কর্মকতা এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, “আমাদের সবকিছুর ইতিহাস মনে রাখতে হবে। তোমরা অনেকে অনেক স্বপ্ন দেখ—কেউ সাফল্য পাবে, কেউ পাবে না; তবে চেষ্টা করতে হবে। দেখবে, তার চেয়েও অনেক ভালো কিছু পাবে। আমাদের স্বপ্ন হতে হবে অনেক বড়। আমাদের মতো এত বড় জায়গায় থেকে তোমাদের স্বপ্নও অনেক বড় হতে হবে। স্বপ্ন হতে হবে আমাদের স্বপ্নের সমান বড়।”
উল্লেখ্য, বিদায় অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে।
Leave a Reply