নিজস্ব প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের সাজাই সরকার পাড়া গ্রামে পানিতে ডুবে আরমান নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর বয়স ছিল ১ বছর ৬ মাস। সে ওই গ্রামের মাইদুল ইসলামের একমাত্র পুত্র সন্তান।
জানা গেছে, শিশুটি তার দাদা-দাদীর তত্ত্বাবধানে গ্রামের বাড়িতে থাকত। তার বাবা-মা ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত। এর আগেও মাইদুল ইসলামের আরেকটি পুত্র সন্তান অসুস্থতার কারণে মারা যায়।
পরপর দুই সন্তান হারিয়ে পরিবারটি শোকস্তব্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply