রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে চুরি যাওয়া একটি ব্যাটারিচালিত অটোভ্যান স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত দুই যুবককে গণধোলাই দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রৌমারী উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। জানা গেছে, মিলটন নামের এক যুবক ফুটবল খেলা দেখতে গিয়ে তার অটোভ্যানটি চোরের কবলে পড়েন। ঘটনার পরপরই তিনি বিভিন্ন স্থানে খোঁজ নিতে শুরু করেন এবং জানান যে তার ভ্যানটি চুরি হয়েছে।
পরদিন শনিবার সকাল ৯টার দিকে চোরেরা ভ্যানটি বিক্রি করার উদ্দেশ্যে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজারে নিয়ে আসে। কিন্তু আগেই এলাকার লোকজন চুরির ঘটনার বিষয়ে অবগত থাকায় তাদের গতিবিধিতে সন্দেহ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভ্যানের মালিক মিলটন। পরে স্থানীয়দের সহায়তায় দুই চোরকে আটক করে অটোভ্যানসহ ইউপি চেয়ারম্যান সরবেশ আলীর বাড়িতে নিয়ে যাওয়া হয়।
তবে ওই সময় চেয়ারম্যান বাড়িতে উপস্থিত না থাকায় ইউপি সদস্য ও তাঁর ভগ্নিপতি হায়দার আলী দুই চোরকে শাসিয়ে তাঁদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেন।
আটক হওয়া দুই চোর হলো—সোহেল (২২), পিতা আব্দুর রাজ্জাক, সাং ইছাকুড়ি এবং সবুজ (২৪), পিতা বাবলু, সাং সুতির পার। ভ্যানের মালিক মিলটনের বাড়ি কড়াইকান্দী গ্রামে, পিতা আবু বক্কর আলী।
Leave a Reply