স্পোর্টস ডেস্ক:
এজবাস্টনে তৃতীয় দিনটি টেস্টের সেই বিখ্যাত ‘মুভিং ডে’র সংজ্ঞাকে যেন নতুন করে লিখে দিল। দিনের শুরু ও শেষের চিত্র হয়তো খুব বেশি বদলায়নি, ভারত এগিয়ে, ইংল্যান্ড ভুলের খেসারত দিচ্ছে বল ও ব্যাটে। তবে নাটকীয়তা, আবেগ আর বিস্ময়ে ভরপুর ছিল প্রতিটি মুহূর্ত।
দিনের দ্বিতীয় ওভারেই মোহাম্মদ সিরাজ ফিরিয়ে দেন জো রুট ও বেন স্টোকসকে টানা দুই বলে। পরে তিনটি উইকেট নিয়ে শেষ করেন ইংল্যান্ডের ইনিংস- সিরাজের ক্যারিয়ারের চতুর্থ ও ইংল্যান্ডে প্রথম পাঁচ উইকেট (৬/৭০)। ভারতের বিশাল প্রথম ইনিংসের (৫৮৭) জবাবে ইংল্যান্ড অলআউট হয় ৪০৭-এ, ফলে দ্বিতীয় ইনিংস শুরুর আগে ভারতের লিড দাঁড়ায় ১৮০। দিনের শেষে এই ব্যবধান বেড়ে হয় ২৪৪, ভারত দ্বিতীয় ইনিংসে ৬৪/১- একমাত্র আউট যশস্বী জয়সওয়াল (২৮), আউট হন জশ টাংয়ের বলে এলবিডব্লিউ হন।
Leave a Reply